মানবতার কল্যাণে কাজ করতে হবে

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বন্ধু ফোরাম ডেস্ক

দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র হচ্ছে তারুণ্য। নতুন প্রজন্মই আগামী দিনের কর্ণধার। সেই নতুনরা মাদকের কুপ্রভাবে যেভাবে আসক্ত হয়ে যাচ্ছে, তা কখনো মেনে নেয়া যায় না। নিরক্ষরমুক্ত সুন্দর দেশ গড়তে মাদকের ভয়াবহ ছোবল থেকে সবাইকে মুক্ত ও সচেতন থাকার আহ্বান জানান। স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে তিনি মাদক, যৌন হয়রানি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান শেখ মো. হোসেন আলী। এ সময় প্রধান শিক্ষক আজিজুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষাই শক্তি, সভ্যতা ও সামাজিক অগ্রগতির মূল অনুঘটক। শিক্ষা-জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং দৃঢ় আত্মবিশ্বাস পরিপূর্ণ করে। মুক্তিযুদ্ধের চেতনায় মানবতা ও উদারতা নিয়ে কল্যাণমূলক কাজে নিজেদের যুক্ত থাকতে হবে।