পৃথিবীর কোনো বস্তুই এমনিতেই সৃষ্টি হয়নি। সব সৃষ্টির পেছনে থাকে এক একজন কারিগর। আমাদের পৃথিবী তেমনি এক বিশাল সৃষ্টিকর্ম। যা আল্লাহতা’য়ালা সৃষ্টি করেছেন। পৃথিবীর সব উপকরণ মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছে।
আর মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র ইবাদত করার জন্য। তাই মানুষ যেন সঠিক পদ্ধতিতে ইবাদত করতে পারে সেজন্য তিঁনি পথ প্রদর্শক হিসেবে নবী রাসুল পাঠিয়েছেন। যারা নবী-রাসূলকে মেনে নিয়ে সে অনুযায়ী নিজেদের জীবনযাপন করবে তারাই মুসলিম। শেষ নবী হযরত মুহাম্মদ (স.)-এর মাধ্যমে নবুওয়াতের সে ধারা সমাপ্ত হয়েছে।
আর কোনো নবী-রাসুল পৃথিবীতে আসবেন নি। নবী রাসুলদের অনুপস্থিতিতে তাদের রেখে যাওয়া দাওয়াতি কাজের আঞ্জাম দিবে মুসলমানরা। বাংলাদেশের প্রায় সব লোক মুসলমান। কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা ও তার অনুসৃতি থেকে তারা অনেক দূরে সরে গেছে। সুন্দর কথাগুলো বলেন, নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মো. হোসেন আলী। এ সময় অন্যারা উপস্থিত ছিলেন।