ইসলাম কেবল গুটিকতক আচার অনুষ্ঠানের নাম নয়। ইসলামের ইবাদত সার্বক্ষণিক উঠতে, বসতে, চলতে, ঘুমোতে, গৃহে, সমাজে, অফিসে, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে- এক কথায় সর্বক্ষেত্রে। মানুষের জীবন, প্রয়োজন এবং কর্মপ্রবাহের কোনো একটি দিক সম্বন্ধেও ইসলাম উদাসীন নয়। এ ছাড়া ইসলামি জীবনব্যবস্থা মানবজাতির জন্য একটি সাময়িক ব্যবস্থা নয়। ইতিহাসের কোনো এক অধ্যায়ের জন্যই কেবল তা প্রেরিত হয়নি বা কোনো বিশেষ পরিবেশের জন্যও তা নির্দিষ্ট হয়নি। প্রকৃতপক্ষে ইসলাম হচ্ছে গতিশীল মানবজীবনের জন্য একটি মৌলিক বিধান। সুন্দর কথাগুলো বলেন, মারকাযুল ইহসানের সহকারী প্রিন্সিপাল মাওলানা মুফতী আশেকে এলাহী। তিনি আরো বলেন, মানবসভ্যতার সর্বশেষ অধ্যায় পর্যন্ত মানুষ তার জীবনকে যাতে অবতীর্ণ বিধানের আলোকে পরিচালিত করতে পারে এমন এক বৈশিষ্ট্য দিয়েই ইসলামকে প্রেরণ করা হয়েছে। এ সত্য পথের অনুসৃতির মাধ্যমেই মানুষ মর্যাদাবান হতে পারে। নির্ভেজালভাবে আল্লাহ প্রদত্ত এ বিধান অনুসরণ করেই মানুষ সম্মানিত হতে পারে। অনাগত মানবগোষ্ঠীর জন্য ইসলাম বিশ্বজনীন সদাসত্য বিধান হিসাবে বিদ্যমান। ইসলাম প্রকৃতই যে জীবনের সব ক্ষেত্রে শান্তির নিশ্চয়তা দেয়, তা মহানবি (সা.) নিজে প্রমাণ করে দেখিয়েছেন। ইসলামের গৌরবজনক ইতিহাস, অনুশাসন, ঐতিহ্যবাহী জীবন ব্যবস্থায় নারীর মূল্যায়ন, পুরুষসহ সব মানুষের সমান অধিকারের প্রশ্ন ও প্রেক্ষিত এবং সমাধান দেখে ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত সবাই ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রাজধানীর ডেমরায় এক সভায় তিনি এসব কথা বলেন।