ভালো কাজ আনন্দ দেয়

প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বন্ধু ফোরাম ডেস্ক

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলো ছড়াবে তরুণরাই। সুন্দর কথাগুলো বলেন, শেখ মোহাম্মদ হোসেন আলী। তিনি বলেন, দেশীয় শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা বিকাশের মাধ্যমে যোগ্যতার মাপকাঠিতে নিজেদের গড়ে তুলতে হবে। বাংলার মানুষ স্বাধীনতাপ্রিয় জাতি। বাঙালি আর স্বাধীনতা একে ওপরের পরিপূরক। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এক ভংয়কর অভিশাপ। এ সময় তিনি সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে প্রকৃত মূল্যেবাধ বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান।

নতুনদের প্রতি বলেন, দেশপ্রেম মানবজীবনের একটি শ্রেষ্ঠ গুণ। নিজ স্বদেশের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও মাতৃভাষাকে ভালোবাসা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষের প্রতি মমত্ববোধ রেখে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিত থাকা মানুষের বিবেককে জাগ্রত করে।