ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তারুণ্যের শক্তির আশ্রয়ে পৃথিবীকে বদলে দিতে চাই

প্রজন্ম থেকে প্রজন্ম তারুণ্যের মধ্যেই সর্বদা লুকায়িত সব বাধা-বিপত্তি, অপসংস্কৃতির বিরুদ্ধে গর্জে ওঠার উজ্জীবিত শক্তি। বৃদ্ধের প্রজ্ঞা, পরামর্শ আর তারুণ্যের শক্তি একটি জাতির সমৃদ্ধি অর্জনের সবচেয়ে বড় অস্ত্র হয়ে থাকে। ‘তারুণ্যেই শক্তি, তারুণ্যেই মুক্তি’। তরুণদের শুভ শক্তির দ্যুতি ছড়িয়ে মহত্ত্ব এক পৃথিবীর জন্ম ঘটাতে তরুণদের চালিত করতে হবে আলোর পথে, মুক্তির পথে। তেমনি এক তারুণ্যের প্রতীক মির্জা আরাফাত আব্বাস। বিস্তারিত তুলে ধরছেন - মুহাম্মদ আশরাফ উদ্দিন
তারুণ্যের শক্তির আশ্রয়ে পৃথিবীকে বদলে দিতে চাই

পৃথিবীর যত মহৎ কর্ম সাধিত হয়েছে, মুক্তির উদ্যম হাওয়া যত প্রান্তর বেয়ে প্রবাহিত হয়েছে তার প্রত্যেকটির পেছনে অসামান্য অবদান রয়েছে তরুণদের। আর এই তারুণ্যের শক্তির আশ্রয়ে পৃথিবীকে বদলে দিতে চাই তরুণদের সঠিক পথে চালিত করার দিকনির্দেশনা। তরুণদের শুভ শক্তির দ্যুতি ছড়িয়ে মহত্ত্ব এক পৃথিবীর জন্ম ঘটাতে তরুণদের চালিত করতে হবে আলোর পথে, মুক্তির পথে। ইতিহাস বারবার এগিয়ে আসে তরুণদের অবদানকে স্মরণ করিয়ে দিতে। বলা হয়ে থাকে তরুণ্যের চোখে বিশ্বকে জয় করা যায়। সত্য ও সুন্দরের পথে তরুণদের আহ্বান জানিয়ে কথাগুলো বলেন, ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার মির্জা আব্বাসের সুযোগ্য সন্তান মির্জা আরাফাত আব্বাস। তিনি বলেন, তারুণ্যের কবি কাজী নজরুল ইসলামের বিপ্লবী চেতনা আজও প্রাসঙ্গিক। তার লেখা আজও আন্দোলনের ভাষা, তার কবিতা আজও বিপ্লবের ধ্বনি। তরুণদের প্রতি নজরুলের ভালোবাসা চিরকাল আমাদের উজ্জীবিত করে। আমাদের উচিত তার লেখায় তিনি যে ভালোবাসা ও চেতনার কথা বলেছেন তা ধারণ করা। নজরুলের লেখায় যে শক্তি, সাহস, বিপ্লবের আহ্বান আছে, তা যেন আমরা ভুলে না যাই। তিনি আরো বলেন, তরুণদের নিয়ে আসলে আমার ব্যক্তিগত কোনো ভাবনা নেই, আছে অনেক বড় প্রত্যাশা। আমি নিজেও তরুণ প্রজন্মের একজন সদস্য। তবে পারিবারিক শিক্ষার উপরে নির্ভর করে একজন তরুণ ভালো না খারাপ হয়ে গড়ে ওঠে। পারিবারিক ব্যাকগ্রাউন্ডের ও শিক্ষা অতি গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্ম মানেই ছাত্র সমাজ, ছাত্র সমাজ মানেই পড়ালেখা। এক সময় বর্তমানের সিনিয়র মুরব্বিরাও ছাত্র সমাজের সদস্য ছিলো। ভূমিকা রাখতে হলে শিক্ষিত হয়ে এমন একটা পেশা বেছে নিতে হবে যেখান থেকে ছাত্ররা দেশের উন্নয়নের সিদ্ধান্ত নিতে পারবে এবং বয়সও সেরকম থাকতে হবে, ব্যক্তিগত জনপ্রিয়তা থাকলে ব্যাপারটা ভিন্ন। তরুণদের পাশে আমি থাকবো কথা বলাটা ভুল, আমি নিজেই তরুণ আর আমার অধিকার আমার সম্মানের জন্য আমি যুদ্ধ করে যাবো, ঠিক একইভাবে আমি আমার তরুণদের পাশে থাকবো। মির্জা আরাফাত আব্বাস বলেন, আমার বাবার রাজনৈতিক আদর্শ ধরে রাখতে হলে ঠিক বাবা যা করেছে তাই করতে হবে কিন্তু আইফোন যেরকম আইফোনই থাকে শুধু মডেল আর সাল ভিন্ন ঠিক এভাবেই, আমার বাবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধরে রাখবো আল্লাহ চাইলে আরো বেশি করবো। ভবিষ্যৎ পরিকল্পনা উপরেই বলা আছে। আমার বাবা মির্জা আব্বাস মানে হাজারো মানুষের আস্থার ঠিকানা। ছাত্রজীবন থেকেই বাবাকে খুব কাছ থেকে দেখেছি, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমার বাবা সব সময়ে সচেষ্ট থাকেন। আমার মা মির্জা আফরোজা আব্বাস নারীদের দুঃখ-দুর্দশায় এগিয়ে যান। বিশিষ্ট সাংবাদিক সুমন চৌধুরীর অনুপ্রেরণায় মির্জা আরাফাত আব্বাস বলেন, পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন দেশ গড়ার কাজে নিবেদিত আলোকিত বন্ধু ফোরামের সব ধরনের মানিবক কাজে আমার সহযোগিতা ও ভালোবাসা থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত