ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

দুর্যোগকবলিত বন্যার্তের সেবায় ত্রাণসামগ্রী বিতরণ

দুর্যোগকবলিত বন্যার্তের সেবায় ত্রাণসামগ্রী বিতরণ

শাইখুল হাদীস আল্লামা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব পীর সাহেব ঢালকানগর ঢাকা এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা মারকাযুল ইহসান ঢাকা এর স্বনামধন্য প্রিন্সিপাল ও মুহাদ্দিস হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব দামাত বারাকাতুহুমের তত্ত্বাবধানে মাদ্রাসা শিক্ষার্থীদের একটি টিম বর্তমানে প্রিয় বাংলাদেশে চলমান বৈরী পরিস্থিতিতে দুর্যোগকবলিত বন্যার্ত শিশু কিশোর, নারী পুরুষ, ও অসুস্থ বৃদ্ধসহ সবার মানুষের সেবায় নিয়জিত মাদ্রাসা মারকাযুল ইহসান ঢাকা। চিকিৎসা সেবাসহ নগদ অর্থ বিতরণের মাধ্যমে হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব দামাত বারাকাতুহুমের তত্ত্বাবধানে বিশিষ্ট ব্যক্তিবর্গের কয়েকটি টিম কাজ করছে আলহামদুলিল্লাহ। নেই কোনো ছবি ভিডিওর মোহরা, নেই কোনো আত্মপ্রচার বা স্বার্থ প্রচার! ২০১৮ থেকে প্রতিষ্ঠার ঊষালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় সব পরীক্ষায় সর্বোচ্চ মেধা তালিকায় স্থান লাভের পাশাপাশি দেশ ও জনগণের সেবায় এই দ্বীনি বিদ্যাপীঠ মাদ্রাসা মারকাযুল ইহসান ঢাকা অতুলনীয় খেদমত আনজাম দিয়ে আসছে আলহামদুলিল্লাহ। বর্তমানেও এই প্রতিষ্ঠানটি দাগন ভুঁইয়া কোরাইশ মুন্সি বাজার, লালপুল, খলিল মিয়ার হাট পশ্চিম বাজার, ঘাটলা মাদ্রাসা, চৌমুহনী, বেগমগঞ্জ, সেনবাগ, নোয়াখালীসহ বিভিন্ন স্থানে বানভাসি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে শুকনো খাবার, পানি, ওষুধ ও নগদ অর্থসহ ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে এবং তাদের মানবসেবামূলক ফজিলতপূর্ণ এই আমল অব্যাহত রেখে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সুমহান খেদমত আনজাম দিচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত