ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান

ড. মো. আশরাফুর রহমান
বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান

সদ্য যোগদানকৃত ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। যোগদানের পর অফিসার ফোর্সদের সাথে মতবিনিময় করেন। তিনি তার বক্তব্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব পুলিশ সদস্যকে কাজ করার নির্দেশ প্রদান করেন। নতুন বাংলাদেশের অভ্যুদয়ে তাদের অবিস্মরণীয় ভূমিকার জন্য তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। ডিআইজি আশরাফুর রহমান বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশ কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি সব পুলিশ সদস্যকে ন্যায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন, তারুণ্যের শক্তি সুন্দর ও আলোর পথে পরিচালিত করতে হবে। ইতিহাস বারবার এগিয়ে আসে তরুণদের অবদানকে স্মরণ করিয়ে দিতে। বলা হয়ে থাকে তারুণ্যের চোখে বিশ্বকে জয় করা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত