মডেল হয়ে ঘুরে দাঁড়াবে পুলিশ জনসাধারণের প্রত্যাশা

ওয়ারী বিভাগে উপ-পুলিশ কমিশনার ছালেহ উদ্দিন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুহাম্মদ আশরাফ উদ্দিন

ডিএমপির ওয়ারী বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন মো. ছালেহ উদ্দিন। তার যোগদানে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বিভিন্ন থানার পুলিশ সদস্যদের মধ্যেও কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে। ডিসি ছালেহ উদ্দিন ওয়ারী বিভাগে যোগদানের পর থেকেই আইনি শাসন সুন্দরভাবে নিশ্চিতকরণে ছুটে চলছেন বিভিন্ন থানায়। যোগাযোগ রাখছেন ওয়ারী বিভাগের বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের (ওসি) সাথে। স্থানীয় বাসিন্দা, ছাত্র-সমাজের সাথে মতবনিমিয় করে চলছেন। খুব শিগগিরই পুলিশের মাঝে মনোবল ফিরে আসবে, নাগরিক সেবা সঠিকভাবে বাস্তবায়ন হবে- এটাই এখন সবার প্রত্যাশা। আলোকিত বাংলাদেশের পক্ষ থেকে ডিসি ছালেহ উদ্দিনকে মুঠো ফোনে অভিনন্দন জানানো হয়। এসময় উপ-পুলিশ কমিশনার সবার সহযোগিতা কামনা করে বলেন, তরুণদের শুভ শক্তির দ্যুতি ছড়িয়ে মহত এক পৃথিবীর জন্ম ঘটাতে তরুণদের চালিত করতে হবে আলোর পথে, মুক্তির পথে। পৃথিবীর যত মহৎ কর্ম সাধিত হয়েছে, মুক্তির উদ্যম হাওয়া যত প্রান্তর বেয়ে প্রবাহিত হয়েছে তার প্রত্যেকটির পেছনে অসামান্য অবদান রয়েছে তরুণদের। তিনি প্রত্যাশা করেন আগামী দিনের বাংলাদেশ হবে আর্থ-সামাজিক বৈষম্যহীন সত্যিকার অর্থেই সুখী-সমৃদ্ধ। ওয়ারী বিভাগের প্রতিটি থানার কার্যক্রম আলোর পথে এগিয়ে যাবে এবং পুলিশ হবে জনতার এটাই আলোকিত বাংলাদেশ পরিবারের প্রত্যাশা।