সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো, সুশিক্ষাসহ সব ধরনের মৌলিক অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে।
নিজ নিজ দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সচেষ্ট হতে হবে। সমন্বয়ের সঙ্গে নিয়ন্ত্রিত সম্পদ ব্যবহারেও সচেষ্ট হতে হবে। মনে রাখতে হবে, এই সুন্দর পৃথিবীটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, এই সুন্দর পৃথিবীটা হলো প্রাণের আবাসস্থল! সুশিক্ষার আলোতে প্রতিটি মানুষই হয়ে উঠবে একেকজন সহনশীল এবং মানবিক বিশ্বনেতা। কথাগুলো বলেন, কলরবের পরিচালক আবু সুফিয়ান। বন্যায় কষ্টে নিপীড়িত মানুষদের চিকিৎসাসেবা প্রদান করা হয়।
সম্প্রতি ফেনীর পরশুরামে হাফেজ্জি চ্যারিট্যাবল সোসাইটি বাংলাদেশে ও ওয়েলনেস ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এবং কলরবের অংশগ্রহণে বন্যার্তদের মাঝে নগদ অর্থ প্রদান ও দিনব্যাপী ফ্রি চিকিৎসা দেয়া হয়। আবু সুফিয়ান বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় একে অপরের প্রতি সহনশীল আচরণ অত্যন্ত জরুরি ও অত্যাবশ্যক। ব্যক্তিজীবনে ও সামাজিক জীবনে সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর তথা বয়স্ক, বৃৃদ্ধ ও দুর্বল শ্রেণির প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহনশীল আচরণের শিক্ষা দিয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে।