ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জনপ্রিয়তায় সাংবাদিকদের বই

‘রাইট টু প্রেস’

‘রাইট টু প্রেস’

সাংবাদিকদের অধিকারবিষয়ক বই ‘রাইট টু প্রেস’ জনপ্রিয়তায়। সাংবাদিক ও আইনজীবী মিয়া হোসেনের লেখা বইটি প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘প্রতিভা প্রকাশ’। বইটির মূল্য ১৬০ টাকা। তবে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। বইটি উৎসর্গ করা হয়েছে সাংবাদিকতার জন্য জীবন উৎসর্গকারী সাগর সরওয়ার ও মেহেরুন রুনী এবং সত্য প্রকাশে লড়াই করে যাওয়া সাংবাদিকদের। বাইটির লেখক মিয়া হোসেন বলেন, ‘বাংলাদেশের সংবিধান ও শ্রম আইনসহ বিদ্যমান বিভিন্ন আইনে সাংবাদিকতার জন্য যেসব অধিকার রয়েছে এসব বিষয়ে ধারা উল্লেখ করে এই বইটিতে বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রাপ্ত ছুটি ও প্রয়োজনীয় অধিকার থেকে বঞ্চিত হলে কীভাবে তার প্রতিকার পাওয়া যায়, সে বিষয়টিও আইনের আলোকে উপস্থাপন করা হয়েছে।’ রিপোর্ট প্রকাশের কারণে সংক্ষুব্ধ ব্যক্তিরা সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে মামলা দায়ের করে থাকে। এসব মামলা কীভাবে মোকাবেলা করতে হবে, সে সব পন্থাও বইটিতে আলোচনা করা হয়েছে। সর্বোপরি একজন সংবাদকর্মীর জন্য বইটির প্রয়োজনীয়তা অপরিসীম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত