ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভালো ব্যবহারের মাধ্যমে পুলিশিং করার আহ্বান

ভালো ব্যবহারের মাধ্যমে পুলিশিং করার আহ্বান

সুন্দর আচরণ আমরা সবাই প্রত্যাশা করি। কিন্তু আমরা প্রায়ই অন্যের সঙ্গে সুন্দর ব্যবহার করতে ভুলে যাই। সামান্য একটু অসতর্কতার কারণে আমাদের আচরণে একজন মানুষ অনেক কষ্ট পেতে পারে। তাই আমাদের সবসময় সচেতন থাকা উচিত, যাতে আমাদের আচরণে কেউ বিন্দুমাত্র কষ্ট না পায়। যার আচরণ যত বেশি সুন্দর সবাই তাকে তত বেশি ভালোবাসে, সম্মান ও শ্রদ্ধা করে। সুন্দর কথাগুলো বলেন, ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন। তিনি বলেন, ভালো ব্যবহার, সহনশীলতা আর পেশাদারিত্বের মাধ্যমে জনবান্ধব হয়ে কাজ করতে হবে। গত ৫ আগস্টের আগে পুলিশ নিয়ে মানুষের যে ভাবনা ছিলো তা আমাদের নিজেদের আদর্শের মাধ্যমে দূর করতে হবে। পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন দেশ গড়ার কাজে নিবেদিত আলোকিত বন্ধু ফোরামের বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটর মুহাম্মদ আশরাফ উদ্দিন ও ঢাকা-৪ ও ৫ আসন নিয়ে গঠিত কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সভাপতি দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে ডিসি ওয়ারী বলেন, আইনের মধ্যে থেকে পুলিশিং করা হবে। পুলিশের প্রতি মানুষের যে ধারণা জন্মেছে তা নিরসনে সেখান থেকে বের হয়ে আসতে হবে এবং সত্যিকার (পুলিশিং) সেবা দিতে চাই। থানার ওসি থেকে শুরু করে ডিসিদের নতুন সেটআপ আসছি। বিভিন্ন থানায় অ্যান্টি ক্রাইম মিটিং করা হয়েছে। যেখানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে বসেছি। সবার মতামত নিয়ে তাদের আশ্বস্ত করেছি, ভবিষ্যতে সত্যিকার অর্থে আইনের মধ্যে থেকে পুলিশিং করা হবে। জনগণ, সাংবাদিকবৃন্দ ও ছাত্রদের সঙ্গে নিয়ে একটি সুন্দর ও শান্তিপ্রিয় সমাজ প্রতিষ্ঠায় কাজ করার লক্ষ্যে কাজ করে যাবো। তিনি আরো বলেন, সুন্দর ব্যবহার সুন্দরভাবে কথা বলা সুন্দর মনের পরিচয় বহন করে। মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে, তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে। সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আমাদের উচিত সর্বদা মানুষের সঙ্গে ভালো ও সুন্দরভাবে কথা বলা। এসময় ডিসি ওয়ারী মো. ছালেহ উদ্দিন সব ধরনের ভালো কাজে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত