নান্দাইলে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মোহাম্মদ আমিনুল হক বুলবুল

একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে এই স্লোগানে ময়মনসিংহের নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। দেওয়ানগঞ্জ বাজারে ট্রাস্ট কার্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো. ওয়ালিউল্লাহ, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, কোঅর্ডিনেটর মাওলানা তারিক জামিল, সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন, সমাজসেবক শেখ মাহমুদ হোসেন প্রমুখ। এসময় নান্দাইল উপজেলা বন্ধু ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।