আর্তমানবতার সেবায় নতুনদের এগিয়ে আসার আহ্বান
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আতিকুর রহমান উজ্জল
ছাত্র-জনতার গণবিপ্লবের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ। ফ্যাসিবাদ ও স্বৈরাচারমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়নীতির নতুন বাংলাদেশ গড়ে তুলার প্রত্যয় নিয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ার অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, তারেক রহমানের অনুপ্রেরণা ও বলিষ্ঠ নেতৃত্বে গতিশীল রাজনীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছে, বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষ, অগণিত তরুণ রাজনৈতিক কর্মী, কৃষক, শ্রমিক, পেশাজীবী ও সুশীল সমাজ। গৌরবময় পারিবারিক ঐতিহ্য তারেক রহমানকে জুগিয়েছে অনুপ্রেরণা, দিয়েছে আলোর পথ, রাজনীতিতে সংযোজন করেছেন তিনি নিজস্ব স্বকীয়তা।
তিনি আরো বলেন, তরুণ শব্দের মধ্যেই লুকিয়ে আছে এক অপার সম্ভাবনাময় শক্তির আধার। যে শক্তি মানে না কোনো বাধা, শুনে না কোনো পরাজয়ের কথকতা। তাই তো তারুণ্যের জয়গান আজ সবার মুখে মুখে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় সম্বনয়ক মো. জাকির হোসেন বলেন, তারুণ্য যুগ থেকে যুগান্তরে দেশের কল্যাণে, দশের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারুণ্যের হাত ধরেই এগিয়ে যাবে আমাদের দেশ। তারুণ্য শক্তিকে দমিয়ে রাখা কষ্টকর। তরুণরাই দেশের ভবিষ্যৎ। দেশের অধিকার আদায়ের প্রশ্নে তরুণরা নির্ভীকচিত্ত। তরুণদের ছুটে চলা হয় দেশের কল্যাণে, সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, আর্তমানবতার সেবায়। এ সময় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লাসহ অনেকে উপস্থিত ছিলেন।