নবারুণ স্কুল অ্যান্ড কলেজে সভা
তরুণদের ছুটে চলা মানুষের কল্যাণ ও আর্তমানবতার সেবায়
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তরুণ রাসেল
দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মো. হোসেন আলী। সম্প্রতি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, এই দেশ ও সমাজ আমাদের সবার। পবিত্রতার শপথ নিয়ে আমরা সবাই সবার দায়িত্ব পালন করব। মাদক, জঙ্গিবাদ ও অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তিনি আরো বলেন, মাদকের ভয়াবহ ছোবল আমাদের পরিবার, সমাজ ও দেশকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে দেয়। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আমাদের এই অভিযানে সফল হওয়া সম্ভব নয় এদেশ সবার। সবাই সবার জায়গা থেকে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে। এসময় তিনি আলোকিত বন্ধু ফোরামের সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির প্রশংসা করেন। তারুণ্য শক্তিকে দমিয়ে রাখা কষ্টকর। তরুণরাই দেশের ভবিষ্যৎ। দেশের অধিকার আদায়ের প্রশ্নে তরুণরা নির্ভীকচিত্ত। তরুণদের ছুটে চলা হয় দেশের কল্যাণে, সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, আর্তমানবতার সেবায়।