ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শরীয়তপুরে শুদ্ধপাঠ কর্মশালা

শরীয়তপুরে শুদ্ধপাঠ কর্মশালা

শুদ্ধ ধারার সাহিত্য সাংস্কৃতিক সংগঠন শুভজনের সহ-প্রতিষ্ঠান শুদ্ধাচার কেন্দ্র। বাংলা ভাষার সঠিক চর্চা বিকাশের লক্ষ্যে প্রমিত বাংলায় কথা বলা, বাংলা বর্ণমালার সঠিক ও শুদ্ধ উচ্চারণ এবং আবৃত্তি -উপস্থাপনায় নিয়মিত দীক্ষা দেয়া হয় শুদ্ধাচার কেন্দ্রে। দেশের আগামী প্রজন্ম, শিশুদের মধ্যে দেশপ্রেম ও শিষ্টাচার জাগিয়ে তুলতে শুদ্ধাচার কেন্দ্র অগ্রসর ভূমিকা পালন করছে। শুভজনের মাধ্যমে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নিয়মিত আবৃত্তি ও বাংলা বর্ণমালার সঠিক এবং প্রমিত উচ্চারণে বিনামূল্যে কর্মশালার আয়োজন করছে এই কেন্দ্র। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর সদর উপজেলার ১০৮নং সুবচনী হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি ‘বর্ণমালার আলো’ শিরোনামে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসবিএম সাইদের সঞ্চালনায় উদ্বোধনী পর্বের শুরুতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুভজন জাতীয় নির্বাহী পর্ষদের সহ-সভাপতি সংগীতশিল্পী বারি দেওয়ান হৃদয়। আয়োজন সহযোগিতায় ছিলেন আলোকিত বন্ধু ফোরামের শরীয়তপুর শাখার বন্ধুরা।

‘প্রকাশটা হোক ভাষার শুদ্ধতায়’ স্লোগান নিয়ে দেশপ্রেমের মহত্তম কাজে নিমগ্ন শুদ্ধাচার কেন্দ্রের পরিচালক এবং কর্মশালার প্রধান প্রশিক্ষক বাচিকশিল্পী তরুণ রাসেল জানান- আমাদের উদ্দেশ্য, মানবিক বোধসম্পন্ন দেশপ্রেমে উদ্বুদ্ধ সৎচিন্তার শুদ্ধ মননের মানুষ হওয়া। এ লক্ষ্যে আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নৈতিক অবক্ষয়ের অন্ধকার ছায়া থেকে বেরিয়ে আসতে পারে আলোর পথে। আমরা চাই, আমাদের সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত হোক। একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো দেশের কিংবা সৎ ও সুনীতির বিরুদ্ধ কাজ করতে পারে না। একইসাথে কঠিন ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই বাংলা ভাষার মৌলিক স্বকীয়তা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর হয়ে কাজ করছি ভাষার শুদ্ধতা রক্ষায়। একটি সুশিক্ষিত ও মার্জিত জাতি গঠনে শুদ্ধাচার কেন্দ্র আত্মপ্রত্যয়ী হয়ে স্ব-উদ্যোগে এগিয়ে চলছে। আমাদের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ জাগ্রত হোক। মানবতার জয় হোক। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক বাংলা ভাষা ও সংস্কৃতির সুখ্যাতি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত