শুদ্ধ ধারার সাহিত্য সাংস্কৃতিক সংগঠন শুভজনের সহ-প্রতিষ্ঠান শুদ্ধাচার কেন্দ্র। বাংলা ভাষার সঠিক চর্চা বিকাশের লক্ষ্যে প্রমিত বাংলায় কথা বলা, বাংলা বর্ণমালার সঠিক ও শুদ্ধ উচ্চারণ এবং আবৃত্তি -উপস্থাপনায় নিয়মিত দীক্ষা দেয়া হয় শুদ্ধাচার কেন্দ্রে। দেশের আগামী প্রজন্ম, শিশুদের মধ্যে দেশপ্রেম, শিষ্টাচার ও মানবিক বোধ জাগিয়ে তুলতে শুদ্ধাচার কেন্দ্র অগ্রসর ভূমিকা পালন করছে। শুভজনের মাধ্যমে এবং আলোকিত বন্ধু ফোরামের সহযোগিতায় দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক নিয়মিত আবৃত্তি ও বাংলা বর্ণমালার সঠিক এবং প্রমিত উচ্চারণে বিনামূল্যে কর্মশালার আয়োজন করছে এই কেন্দ্র। ‘প্রকাশটা হোক ভাষার শুদ্ধতায়’ স্লোগান নিয়ে দেশপ্রেমের মহত্তম কাজে নিমগ্ন শুদ্ধাচার কেন্দ্রের পরিচালক বাচিকশিল্পী তরুণ রাসেল জানান- আমাদের উদ্দেশ্য, মানবিক বোধসম্পন্ন দেশপ্রেমে উদ্বুদ্ধ সৎচিন্তার শুদ্ধ মননের মানুষ হওয়া।