মূল্যবোধ বা নৈতিক চেতনা ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের সয পর্যায়ে একটি আবশ্যিক বিষয়। ব্যক্তি, পরিবার, সমাজ রাষ্ট্র ও আন্তর্জাতিক বলয়ের একটি একক। ব্যক্তি সুন্দর, সাহসী, উদ্যমী, কল্যাণমুখী, সৎ ও দেশপ্রেমী হলেই তা সমাজ বা রাষ্ট্রের একেকটি এককের মতো সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করতে পারে।
সুন্দর কথাগুলো বলেন ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মানুষের জন্মের পর থেকে পর্যায় ক্রমিকভাবে তার পরিবারের সদস্যগণ ব্যক্তি হিসেবে, পরিবার বা সমাজ সামষ্টিক শক্তি হিসেবে এবং রাষ্ট্রবিষয়ক কাঠামো হিসেবে তার জীবনকে গড়ে তোলার ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে। আমরা প্রত্যেকেই নিয়মের অধীন থেকে মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়ে গড়ে উঠি। মনুষ্যত্বববোধ, মনুষ্যত্বের বিকাশ ও মনুষ্যত্বের কার্যকর উপস্থিতির মধ্যেই প্রতিদিনের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যবহার, হাসিরহস্য, একটুখানি সহায়তা, একটু স্নেহের বাক্য, অসহায়ের প্রতি একটুখানি দয়া প্রদর্শন, একটুখানি নম্রতা, একটুখানি সৌজন্যতাই মনুষ্যত্ব বিকশিত হয়। রাজধানীর তুষারধারায় ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সুশিক্ষা দানে অগ্রণী ভূমিকা পালন করে চলছে। এ শাখার আলোকিত বন্ধু ফোরামের আহ্বায়ক মো. আকরাম হোসেন বলেন, শিক্ষার সাথে মনুষ্যত্বের সম্পর্ক নিবিড়। শিক্ষা হচ্ছে মানুষের সার্বিক বিকাশের পথ।
প্রকৃতি প্রদত্ত জ্ঞানের সর্বোত্তম ব্যবহারে যার দক্ষতা যত বেশি সে তত শিক্ষিত। শিক্ষা মূলত সেই বস্তু যা সকল অনিয়ম থেকে, সকল অকল্যাণ থেকে, সকল অসুন্দর থেকে আমাদের মুক্ত রাখে এবং নিয়মে, কল্যাণে, সুন্দরে আমাদের জীবনকে ভরিয়ে তোলে।