ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আদর্শিক স্মৃতিতে বেঁচে থাকবেন অতিরিক্ত ডিআইজি মো. জোবায়েদুর রহমান

আদর্শিক স্মৃতিতে বেঁচে থাকবেন অতিরিক্ত ডিআইজি মো. জোবায়েদুর রহমান

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. জোবায়েদুর রহমান পিপিএম-সেবা এর জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ নভেম্বর ২০২৪ খ্রি. সকাল ১০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.); স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন; র‌্যাব অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান পিপিএম, এনডিসি; ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসি; বাংলাদেশ পুলিশের বর্তমান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিগণসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন। অতিরিক্ত ডিআইজি মো. জোবায়েদুর রহমান গতকাল বুধবার (৬ নভেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা ৬ ঘটিকায় নিজ বাসায় স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.); স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন; ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মো. ময়নুল ইসলাম এনডিসির পক্ষে র‌্যাব অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান পিপিএম, এনডিসি ও ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসি মরহুম মো. জোবায়েদুর রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন; এসএমপি কমিশনার, রেলওয়ে পুলিশ ও ২০তম বিসিএস পুলিশ ব্যাচের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পর ডিএমপির একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।

অতিরিক্ত ডিআইজি মো. জোবায়েদুর রহমান পিপিএম-সেবা ১৯৬৯ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বকিলা ইউনিয়নের ছয়ছিলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ২০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। চাকরি জীবনে তিনি সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নীলফামারি, বরিশাল ও পুলিশ সুপার হিসেবে ঝালকাঠি, ঝিনাইদহ ও ডিএমপি এবং সর্বশেষ তিনি এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত