একটি কর্মতৎপরতার মধ্য দিয়ে বাংলাদেশের যুবকদের সমাজ বিনির্মাণে নিয়োজিত রাখার লক্ষ্যে গঠিত হয় ইউথ ফোরাম নামে একটি যুব তারুণ্যদ্বীপ্ত সংগঠনের। নয়ন বাঙালি নামে একজন স্বপ্নবাজ যুবকের অদম্য প্রাণশক্তি ও সাহসের প্রতিফলন এই ইউথ ফোরাম। সম্প্রতি রাজধানী ঢাকার সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে ইউথ ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়ে হলো বাংলাদেশ ইউথ পার্লামেন্ট ২০২৪ এর অধিবেশন। অনুষ্ঠানে মডারেটরের দ্বায়িত্ব পালন করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্য ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ড. জামিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ন্যাশনাল ইউথ ফোরাম অব বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম মুনীরের সভাপতিত্বে ইউথ পার্লামেন্ট ২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বেগম মেহেরুন্নেসা হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউথ ফোরামের সিইও তানজিনা নওশীন, ন্যাশনাল ডেমোক্রেটিক মোভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইউথ ফোরামের প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক সমাজকর্ম গবেষক অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ রাব্বানী (নয়ন বাঙালি)। এ ছাড়াও বাংলাদেশ ইউথ পার্লামেন্ট ২৪ এর সাংগঠনিক রিপোর্ট পেশ করেন ইউথ ফোরামের সেক্রেটারি জেনারেল সোহান হাফিজ, জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে শোক প্রস্তাব করেন ইউথ ফোরামের নির্বাচন পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির এবং অধিবেশন শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সাইফ ইউ কাজল, চেয়ার অব বাংলাদেশ ইউথ পার্লামেন্ট ২০২৪। টিভি উপস্থাপক তরুণ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা পর্বে অতিথিরা তাদের বক্তব্যে নতুন বাংলাদেশের সার্বিক উন্নয়নকল্পে তরুণদের ভূমিকা এবং সামাজিক নেতৃত্বের ক্ষমতায়নে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে কথা বলেন।