শিক্ষার আলোয় উদিত নতুন প্রভাত

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রুবাইদা সুলতানা নিঝুম

আলোর পথে নবীন পদচারণা, শিক্ষার আলোয় উদিত নতুন প্রভাত, জ্ঞান- নব স্বপ্নের অর্ঘ্য শিক্ষার জয়ধ্বনি। নতুন প্রভাতের উষ্ণতা অনুভব করলাম। শুধু বিদ্যার্জনে থেমে না থেকে, মানবতার মশালে আলোকিত এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করে। সুন্দর কথাগুলো বলেন, ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। সম্প্রতি শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল আয়োজনে তিনি বলেন, অঙ্গীকার, নিষ্ঠা আর স্বপ্নের আলো যেন সমাজকে আরো সুন্দর ও সমৃদ্ধ করে। আলোয় শিক্ষার্থীদের জীবন পথ সাফল্য ও সুখে পরিপূর্ণ হোক। এ সময় উপস্থিত ছিলেন- পরিচালক আকরামুজ্জামান ও আরিফুজ্জামানসহ অনেকে।