শিক্ষাগ্রহণ কোনো দিনও শেষ হয় না বরং তা চলমান একটি প্রক্রিয়া এবং জীবনের অংশ। এটি হলো প্রথম প্রকারের শিক্ষা। সামাজিক আচার-আচরণ, পারিবারিক মূল্যবোধ অর্জন, মিথস্ক্রিয়া, সততার মতো গুণাবলির শিক্ষাগ্রহণ এবং ধারণ করার শিক্ষা মূলত সুশিক্ষার সঙ্গে সংগতিপূর্ণ। শিক্ষা ব্যক্তিকে তার কর্মে স্বনির্ভর হতে সাহায্য করে, জীবনে নৈতিকতার শিক্ষা দেয়, সততার শিক্ষা দেয়। সর্বোপরি তাকে চাকরির বাজারে প্রতিযোগিতার জন্য উপযুক্ত করে তোলে। সুন্দর কথাগুলা বলেন, নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মো. হোসেন আলী। তিনি বলেন, তরুণ-তরুণীদের চোখে জ্বলে উঠেছে যে অদম্য আশার দীপ্তি, সেটিই আমাদের আগামীর পথের প্রদীপ। নতুনদের এই পদচারণায় খেজুরির আকাশ যেন উদ্ভাসিত; তাদের প্রত্যেকের অন্তরে আশার আলো, সম্ভাবনার উচ্ছ্বাস।