ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রাহিমা খাতুন জেনারেল হাসপাতাল

দরিদ্র মানুষ বিনামূল্যে পাচ্ছে চিকিৎসা ও ওষুধ

দরিদ্র মানুষ বিনামূল্যে পাচ্ছে চিকিৎসা ও ওষুধ

মায়ের ইচ্ছে ছিলো একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা। যেখানে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাবে। বিনাচিকিৎসায় আর কেউ মারা যাবে না। দুঃখী মানুষের মুখে ফুটবে হাসি। আর সে হাসিতে ভরে যাবে মায়ের মুখ। মায়ের ইচ্ছা ও স্বপ্নকে বাস্তবায়িত করতে ময়মনসিংহের নান্দাইলে দেওয়ানগঞ্জ বাজারের পাশে মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই হাসপাতাল। লোবনান গ্রুপ ও আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদ মায়ের নামে ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন রাহিমা খাতুন জেনারেল হসপিটাল। ডাক্তার ফি ছাড়াই মাত্র ৩০ টাকা টিকিটে রোগীরা বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন। ছাত্রদের জন্য ১০ টাকা টিকিটে এবং গরিব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সপ্তাহে ২ দিন প্রতি বৃহস্পতিবার ও শনিবার গরিব রোগীরা পাচ্ছেন বিনামূল্যে মানসম্পন্ন চিকিৎসাসেবা। দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই চিকিৎসাসেবা। হাসপাতালটি বিগত ৪ বছরে প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ৩০ হাজার হতদরিদ্র মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। ১ জন ডাক্তার ও ৫০ জন রোগী নিয়ে চালু হওয়া রাহিমা খাতুন জেনারেল হসপিটালে দিনদিন বাড়ছে সেবাগ্রহীতার সংখ্যা। বর্তমানে রোগীর সংখ্যা প্রায় ১ হাজার। বর্তমানে হাসপাতালে ৫ জন এমবিবিএস ডাক্তার এবং ২ জন মেডিকেল এসিস্ট্যান্ট চিকিৎসাসেবা প্রদান করছেন। এদের মধ্যে মেডিসিন, গাইনি, শিশু ও চক্ষু রোগের চিকিৎসক রয়েছেন। মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদ বলেন, টাকার অভাবে যারা চিকিৎসা করতে পারেন না সমাজের সেইসব গরিব ও অসহায় মানুষেকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্য নিয়েই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে। মানুষ এখন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত