ভালো কাজের ধারাবাহিকতায় শুভজনের একযুগ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তরুণ রাসেল
‘মানবিক মানুষ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলা শুদ্ধ ধারার সাহিত্য-সাংস্কৃতিক কর্মীদের সম্মিলন ‘শুভজন’ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য চর্চার সাথে নানারকম দুর্যোগ ও সংকটে আর্ত-মানবতার সেবায় সর্বদা নিঃস্বার্থ নিয়োজিত একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। সমাজ বিনির্মানে সংকল্পবদ্ধ শুভজনের বন্ধুরা সারাদেশে সাহিত্য সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানবসেবায় তৎপর। নানারকম শুভকাজের ধারাবাহিকতায় শুভজন সুদীর্ঘ একযুগ অতিক্রম করেছে। শুভজনের ভালো কাজের তালিকায় রয়েছে, রংপুরের মঙ্গাপীড়িত এলাকায় ত্রাণ বিতরণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে সামাজিক বনায়ন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সন্ত্রাসী হামলায় নির্যাতিত হিন্দু জনগোষ্ঠীর মধ্যে তাদের পুড়ে যাওয়া ঘরদোর পুনঃনির্মাণে নগদ অর্থ সাহায্য ও শাড়ি-লুঙ্গি বিতরণ, মিয়ানমারে নির্যাতিত মুসলিম ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়াতে কাপড়-চোপড়, শুকনো খাবার এবং নগদ অর্থ বিতরণ। করোনাকালীন বৈশ্বিক মহামারীতে দেশের বিভিন্ন জেলায় প্রায় ১০ হাজার মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী এবং প্রায় লক্ষাধিক পিস মেডিক্যাল মাস্ক বিতরণ। সিলেট, সুনামগঞ্জ, ফেনী, কুমিল্লা ও লক্ষ্মীপুরে বন্যার্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদান।
মুন্সীগঞ্জের মেঘনা নদী তীরবর্তী প্রত্যন্ত অঞ্চলে গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থাকরণ। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জে ও গাজীপুরে কর্মহীন ছিন্নমূলদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়া, ছিন্নমূল ও পথশিশুদের শিক্ষা সহায়তা প্রদান এবং প্রতিবছর পবিত্র রমযানে দুস্থ ও এতিমদের ইফতার করানো, ঈদে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ, মৌসুমি ফলাহার এবং মেধাবীদের বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণসহ রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি বীজ বিতরণ এবং বৃক্ষ রোপণ কর্মসূচি, শীতার্তদের মধ্যে কম্বল ও শীতবস্ত্র প্রদান এসবই সমাজ বিনির্মাণে শুভজনের অংশগ্রহণ। এই মহতী সংগঠনের প্রতিষ্ঠাতা, লেখক ও আবৃত্তিশিল্পী তরুণ রাসেল জানান- নানারকম প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে শুভজনের বিভিন্ন শাখা এবং দেশের বিভিন্নস্থানে অবস্থানরত শুভজন সদস্য দ্বারা পরিচালিত সর্বপ্রকার সেবা কার্যক্রম একেবারেই ভিন্ন পন্থায়, কোনো প্রকার লোক দেখানো জমায়েত না করে প্রকৃত দুস্থ-অসহায়দের মাঝে পরিচালনা করে আসছি। শুভজনের একযুগ পেরিয়ে সুন্দর আগামীর প্রত্যাশায় দেশের সকল শ্রেণির মানুষের কাছে আমাদের সম্মিলিত চাওয়া একটাই- ‘আসুন দেশের কল্যাণে মানবিক হই’।