শরীয়তপুরে জাতীয় নাগরিক কমিটির সভা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আতিকুর রহমান উজ্জল

শরীয়তপুরে জাতীয় নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য রাকিব হোসেন রাজ বলেন, ২০২৪ সালের কোটা সংস্কার ছাত্র আন্দোলন মুক্তিযুদ্ধের চেয়ে কম নয়। ছাত্র-জনতা লড়েছে ফ্যাসিবাদী একটি শক্তির বিরুদ্ধে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ১৬ বছর ধরে ভোট কারচুপির মাধ্যমে দেশ চালিয়ে আসছিল। তাদের অত্যাচারে দেশের জনসাধারণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস দেখাত না। উন্নত, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মেধাবী ও যোগ্য ছাত্রনেতাদের কোনো বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আলি নাসের, আরিফুর রহমান তুহিনসহ অনেকে।