যানজটমুক্ত নগর গড়তে সহযোগিতা করার আহ্বান

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুহাম্মদ আশরাফ উদ্দিন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, পিপিএম (বার) বলেছেন, দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশকে অনেক সময় বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এরপরও রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমাদের দায়িত্ব হলো নাগরিকদের যথাসময়ে তার গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করা। রাজধানীর কদমতলীর পলাশপুর কমিউনিটি সেন্টারে কদমতলী থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অতিরিক্ত পুলিশ কমিশনার খোন্দকার নজমুল হাসান বলেন, যানজট ঢাকা শহরে একটি নিত্য নৈমিত্তিক সমস্যা। নাগরিক হিসেবে আমাদের এই কাজটি করা মোটেই কাম্য নয়। মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে কিন্তু অভিভাবক হিসাবে আপনার সন্তান কোথায় যাচ্ছে, সেদিকে খোঁজ-খবর রাখতে হবে, তাদের কাউন্সিলিং করতে হবে। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়। মতবিনিময় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামান, উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) মো. মফিজুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (শ্যামপুর জোন) আসিফ মাহমুদ গালিব ও কদমতলী থানার অফিসার ইনর্চাজ মাহমুদুর রহমানসহ ওয়ারী বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।