মুন্সীগঞ্জে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাসুদ রানা
উৎসবমুখর পরিবেশে মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যান্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি পরীক্ষা অংশ নেয় ৫ শতাধিক শিক্ষার্থী । শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যান্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশন। প্রতিবছরের মতো এবারো এ ধরনের আয়োজন করায় মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যান্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। এবারো অংশ নিয়েছে বিভিন্ন কিন্ডারগার্টেনের ৫০০ শিক্ষার্থী।