পবিত্রতার শপথ নিয়ে সবাই সবার দায়িত্ব পালন করব
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আল-আমিন সুমন
দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মো. হোসেন আলী। সম্প্রতি পিঠা উৎসবে সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, এই দেশ ও সমাজ আমাদের সবার। পবিত্রতার শপথ নিয়ে আমরা সবাই সবার দায়িত্ব পালন করব। মাদক ও অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তিনি আরো বলেন, মাদকের ভয়াবহ ছোবল আমাদের পরিবার, সমাজ ও দেশকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে দেয়।