কুমিল্লায় রেলস্টেশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ। কুমিল্লার রেল স্টেশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। কার্যক্রমটি আগামী ১০ বিভিন্ন জেলায় চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম-২ বিভাগীয় সমন্বয়ক ও লাল-সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সংগঠনের কুড়িগ্রাম শাখার সমন্বয়ক নাজমুল ইসলাম নিহাদ, কুমিল্লা সদর শাখার সভাপতি মো: রাজু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আইমান, সহ-সাংগঠনিক সম্পাদক আনিস আয়ান, অর্থ সম্পাদক আকিব হোসেন, দপ্তর সম্পাদক সামি আবদুর রহমান, প্রচার সম্পাদক আবদুল্লা আবু সাঈদ, সদস্য মাহি, সামিউল, হিরা চৌধুরী প্রমুখ।