আলোর পথে নতুনদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কদমতলী থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান। তিনি বলেন, নতুনরা সারা দেশে যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। মা-মাটির কল্যাণে নিজের অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারলেই বৈষম্যদূর হবে। সুশিক্ষা অর্জনের মাধ্যমে বন্ধুত্বের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সবাই সবার অবস্থান থেকে ভালো কাজে যুক্ত থাকতে হবে। তিনি আরো বলেন, সব সময় ভালো কাজে আছি এবং থাকব। ৬৫ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো: শাহ আলম বলেন, ঢাকা ৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ সা ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব তানভীর আহমেদ রবিনের অনুপ্রেরণায় মানবিক ও সামাজিক কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি।