ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সবার আগে ভালো মানুষ হতে হবে

সবার আগে ভালো মানুষ হতে হবে

দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন মাদরাসাতু জাবালে নূরের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আশরাফ উদ্দিন। সম্প্রতি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, এই দেশ ও সমাজ আমাদের সবার।

পবিত্রতার শপথ নিয়ে আমরা সবাই সবার দায়িত্ব পালন করব। মাদক, জঙ্গিবাদ ও অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তিনি আরো বলেন, মাদকের ভয়াবহ ছোবল আমাদের পরিবার, সমাজ ও দেশকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে দেয়। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আমাদের এই অভিযানে সফল হওয়া সম্ভব নয় এদেশ সবার। সবাই সবার জায়গা থেকে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে। এ সময় তিনি আলোকিত বন্ধু ফোরামের সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির প্রশংসা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত