ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সততা অনেক বড় সম্পদ

সততা অনেক বড় সম্পদ

বোধ করি, পৃথিবীতে আসার একমাত্র কারণ- কাজ করা এবং ভালো কাজ করা। মহৎ মানুষ, ভালো মানুষ, উন্নত মানুষ- এসব নির্ধারণের একমাত্র মানদ- ভালো কাজ। আলস্যের ভেতর জীবন, একেবারেই অর্থহীন। জীবনকে বিবেচক, সুন্দর, উদার ও আকর্ষণীয় করে তোলার জন্য ভালো কাজ অপরিহার্য। ভালো কাজ মানে, যা দিয়ে পৃথিবীর কল্যাণ হয় বা মানুষের মঙ্গল হয়। সুন্দর কথাগুলো বলেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শেখ মো. হোসেন আলী। তিনি বলেন, বন্ধু ফোরাম দেশ ও মানুষের জন্য কাজ করে। সত্যর পথে এগিয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত