ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধিতে সিটিটিসি

লন্ডন ও ইউকের প্রতিনিধি দলের সাক্ষাৎ
সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধিতে সিটিটিসি

সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধিতে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে মেট্রোপলিটন পুলিশ, লন্ডনের কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি প্রতিনিধি দল সিটিটিসি প্রধান মো: মাসুদ করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে মি. সাইমন জোন্স, ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর, কাউন্টার টেরোরিজম ইউনিট, মেট্রোপলিটন পুলিশ, লন্ডন, ইউকে এর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি টিম সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াট টিম পরিদর্শন করেন। সৌজন্য সাক্ষাৎকালে মি. সাইমন জোন্স সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন।

সৌহার্দ্যপূর্ণ আলোচনায় সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম ও মানিলন্ডারিং প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় যুগ্ম-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. ছালেহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত