ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সম্মাননা পেলেন কবি ইসরাত মিতু

সম্মাননা পেলেন কবি ইসরাত মিতু

শুদ্ধ ধারার সাহিত্য সাংস্কৃতিক সংগঠন শুভজন’র যুগপূর্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেশের শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সমাজ বিনির্মাণে অনবদ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট নাগরিকদের সম্মান জানাতে শুভজন গুণিজন সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় এবার শুভজন গুণিজন সম্মাননা ২০২৪ পেলেন কবি ও রূপ বিশেষজ্ঞ ইসরাত মিতু। গত ১৪ ডিসেম্বর শুভজন’র যুগপূর্তি উৎসবে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলম। শুভজন’র প্রতিষ্ঠাতা বাচিকশিল্পী তরুণ রাসেলের সঞ্চালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, বিশিষ্ট সাংবাদিক ও মাসিক সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, বিশিষ্ট প্রযুক্তিবিদ মো: শাহিদ উল মুনির এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কবি ড. তৌহিদুল হক প্রমুখ।

উল্লেখ্য, কবি ইসরাত মিতু মানবিকবোধ সম্পন্ন এবং সংবেদনশীল মনের একজন প্রতিভাবান গুণী লেখক। তিনি তার লেখায় নিজ ভাবনায় আপনমনে বুনে যাওয়া শব্দের গাঁথুনি তুলে ধরেন নিজস্ব ভঙিমায়। তার লেখা স্বপ্ন দেখায়, পাঠক হৃদয়কে আলোড়িত করে। কবি ইসরাত মিতুর জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তার বাবা প্রয়াত মো: মনিরুল ইসলাম, মা-শারমিন ইসলাম।

তিন ভাই বোনের মধ্যে সবার বড় ইসরাত মিতু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকেই কবিতা ও সাহিত্য চর্চায় নিমগ্ন তিনি। ভ্রমণ পিয়াসী ইসরাত মিতু লেখালেখির পাশাপাশি একজন বিউটি এক্সপার্ট হিসেবে কাজ করছেন। ‘শোক তুমি সুখ তুমি’ এবং ‘অগ্নিপ্লাবন’ নামে তাঁর লেখা দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। নান্দনিক শব্দের দারুণ বুননে রচিত গ্রন্থ দুটো ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করে। এ দুটি গ্রন্থের প্রতিটি লেখায় কবির কল্পনার শক্তি প্রকাশের দক্ষতা এবং অনুভূতি ও অভিজ্ঞতার প্রকাশ ঘটেছে পূর্ণরূপে। কবি ইসরাত মিতু তার কবিতার প্রত্যেকটি শব্দগুচ্ছের উপমা, রুপক আর বিষয় তুলে ধরেন সমাজ এবং জীবনের বাস্তবিক রুপ। এরই মধ্যে তার কবিতা পাঠক নন্দিত ও ব্যাপক সমাদৃত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত