ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

দেশপ্রেম নিয়ে মানবিক হওয়ার আহ্বান

দেশপ্রেম নিয়ে মানবিক হওয়ার আহ্বান

দক্ষ মানবসম্পদ সম্পন্ন জাতি দেখতে চাইলে জাতিকে শিক্ষিত এবং শ্রম ও মেধার সমন্বয় সাধন করতে হবে। বিজ্ঞান-প্রযুক্তি জ্ঞান প্রদান করতে হবে এবং প্রকৃত মানুষ হতে হলে সত্য জ্ঞানে উদ্ভাসিত হতে হবে। ব্যক্তি উন্নত না হলে রাষ্ট্র উন্নত হবে কীভাবে, কারণ ব্যক্তি নিয়েই রাষ্ট্র গঠিত। মনে রাখতে হবে, শুধু ভোগবাদই জীবন নয়। দেশে প্রকৃত দেশপ্রেমিক না থাকলে দেশ উন্নতি হবে না। সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন কথাগুলো বলেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম। অপরাধ সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত