মেধা-সম্পদের পরিচর্যা প্রয়োজন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আল-আমিন সুমন
প্রতিভাধর ব্যক্তিরাই সমাজের চালিকাশক্তি। তাদের সমাজচিন্তা দ্বারা প্রভাবিত হয় সাধারণ মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ মেধাবীরা তাদের সৃজনশীলতা দ্বারা ভূপৃষ্ঠে পদচিহ্ন রেখে গেছেন। তারা হয়েছেন মানবজাতির আলোকবর্তিকা। সৃজনশীল শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের জন্য মেধা-সম্পদের পরিচর্যা করা প্রয়োজন। কথাগুলো বলেন, ঢাকার রায়েরবাগে অবিস্থত মাদরাসাতু জাবালে নূরের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আশরাফ উদ্দিন। তিনি বলেন, আমাদের সম্মানিত মুহাতামীম (প্রিন্সিপাল) মুফতী হারুনুর রশীদের (দা.বা) সঠিক পরামর্শে প্রতিটি সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টায় মাদরাসাতু জাবালে নূর বদ্ধপরিকর। কোমলমুখী শিশুদের মাঝে আদর্শিক সুন্নত ও মানবিক হওয়ার জন্য সাফল্যর ৯ বছরে এগিয়ে চলছে মাদরাসাতু জাবালে নূর। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক এশিয়ান এইজের বার্তা সম্পাদক সুজন মিয়া, কবি ও সাংবাদিক তরুণ রাসেল, অত্র মাদরাসার বাংলা বিভাগের ইনচার্জ মো. আল-আমীন স্যার, আরবি বিভাগের ইনচার্জ হাফেজ ক্বারী মাওলানা আমান উল্লাহ, সহকারী শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক, হাফেজ মো. রবিউল ইসলাম, হিফজ বিভাগের সম্বনয়ক হাফেজ মাওলানা মো. ফয়সাল মাহমুদ।