মহৎ মানুষ, ভালো মানুষ, উন্নত মানুষ- এসব নির্ধারণের একমাত্র মানদ- ভালো কাজ। আলস্যের ভেতর জীবন, একেবারেই অর্থহীন। জীবনকে বিবেচক, সুন্দর, উদার ও আকর্ষণীয় করে তোলার জন্য ভালো কাজ অপরিহার্য। ভালো কাজ মানে, যা দিয়ে পৃথিবীর কল্যাণ হয় বা মানুষের মঙ্গল হয়। সুন্দর কথাগুলো বলেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শেখ মো. হোসেন আলী। তিনি বলেন, বন্ধু ফোরাম দেশ ও মানুষের জন্য কাজ করে। সত্যর পথে এগিয়ে যায়। বিত্রতার শপথ নিয়ে আমরা সবাই সবার দায়িত্ব পালন করব। মাদক, জঙ্গিবাদ ও অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তিনি আরো বলেন, মাদকের ভয়াবহ ছোবল আমাদের পরিবার, সমাজ ও দেশকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে দেয়। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আমাদের এই অভিযানে সফল হওয়া সম্ভব নয় এদেশ সবার।