শিক্ষকদের হাত ধরে শুধু শিক্ষা নয়, সমাজের পরিবর্তন সূচিত হয়। শিক্ষা হোক গুণগত ও মানগতের সংমিশ্রণ, তাইলেই সমাজ তথা রাষ্ট্রের প্রকৃত উন্নতি সম্ভব। সুন্দর কথাগুলো বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। তিনি বলেন, শিক্ষক সম্প্রদায় পরিবর্তন, ন্যায়ানুগ ও প্রশিক্ষিত সমাজ গঠনের রূপকার। যদি শিক্ষক না থাকেন, একটি জাতি নিঃশেষ হয়ে যেতে পারে। দেশকে এগিয়ে নিতে, উন্নত ও সমৃদ্ধ করতে শিক্ষকের বিকল্প নেই। তিনি আরো বলেন, ‘শিক্ষক সম্প্রদায় সমাজের প্রাগ্রসর আলোকবর্তিকা। সম্প্রতি বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন অধ্যক্ষ সেলিম ভূইয়া ও মহাসচিব হিসেবে নির্বাচিত হন মো. জাকির হোসেন।