শুদ্ধ ধারার সাহিত্য সাংস্কৃতিক সংগঠন শুভজনের যুগপূর্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবারো দেশের শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সমাজ বিনির্মাণে অনবদ্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ দেশের বিশিষ্ট নাগরিকদের সম্মান জানাতে শুভজন গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় এবার শুভজন গুণীজন সম্মাননা ২০২৪ পেলেন কবি ও শিক্ষক মোকাররম চৌধুরী শিহাব। সম্প্রতি শুভজনের যুগপূর্তি উৎসবে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলম। শুভজনের প্রতিষ্ঠাতা বাচিকশিল্পী তরুণ রাসেলের সঞ্চালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, বিশিষ্ট সাংবাদিক ও মাসিক সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, বিশিষ্ট প্রযুক্তিবিদ মো. শাহিদ উল মুনির এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কবি ড. তৌহিদুল হক প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষা, সাহিত্য ও মানব সেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ কবি মোকাররম চৌধুরী শিহাবকে এ সম্মাননা দেয়া হয়। শিহাব একজন কবি ও আদর্শ শিক্ষক।