ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের সিআইডির বিভিন্ন ফরেনসিক ল্যাব পরিদর্শন

মো. মতিউর রহমান শেখ অতিরিক্ত আইজিপি সিআইডি প্রধান
শিক্ষার্থীদের সিআইডির বিভিন্ন ফরেনসিক ল্যাব পরিদর্শন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান আশরাফুল আলমের নেতৃত্বে ৫৯ জন শিক্ষার্থীর আগমন উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ।

সভাপতিত্ব করেন ডিআইজি ফরেনসিক মো. আবুল বাশার তালুকদার। এছাড়াও ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। জাতি গঠনে অবদান রাখার জন্য আজ থেকেই প্রস্তুতি নিতে হবে।

এসময় সিআইডির বিভিন্ন ফরেনসিক ল্যাবের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন শম্পা ইয়াসমীন, বিশেষ পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। পরবর্তীতে শিক্ষার্থীরা সিআইডির সদর দপ্তরে অবস্থিত বিভিন্ন ফরেনসিক ল্যাব পরিদর্শন করে বিভিন্ন ল্যাবের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত