রাজধানীর কদমতলীতে শিক্ষাদানে প্রশসংনীয় ভূমিকা রেখে চলছে নিউ ক্যাসল ইন্টারন্যাশনাল স্কুল। প্রতিষ্ঠাতা খান মোজাম্মেল হক মিঠুর পরিচালনায় শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও নৈতিকমূল্যবোধ বিকাশে একঝাঁক তারুণ্যেময় শিক্ষকম-লী নিয়োজিত রয়েছেন। দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে খান মোজাম্মেল হক মিঠু বলেন, এই দেশ ও সমাজ আমাদের সবার। পবিত্রতার শপথ নিয়ে আমরা সবাই সবার দায়িত্ব পালন করব। মাদক, জঙ্গিবাদ ও অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তিনি আরো বলেন, মাদকের ভয়াবহ ছোবল আমাদের পরিবার, সমাজ ও দেশকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে দেয়। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আমাদের এই অভিযানে সফল হওয়া সম্ভব নয় এদেশ সবার। সবাই সবার জায়গা থেকে মাদক ও অসুন্দরের বিরুদ্ধে কাজ করতে হবে। এসময় তিনি আলোকিত বন্ধু ফোরামের সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির প্রশংসা করেন।