ক্র্যাব ফ্যামিলি ডে ২০২৫ এর র্যাফেল-ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্র্যাবের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল। সম্প্রতি ক্র্যাব কার্যালয়ে জেদ্দা, মালদীপ, ব্যাংকক, কক্সবাজারসহ বিভিন্ন রুটের বিমান টিকিট, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনসহ অনেক পুরস্কার তুলে দেয়া হয়। মির্জা মেহেদী তমাল বলেন, প্রাণের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আপনারা আমাকে ২০২২ সালের নির্বাহী কমিটিতে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আপনাদের এই অফুরন্ত ভালোবাসা পাওয়ার পর ক্র্যাবকে আরও বেশি গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করিয়ে প্রত্যেক সদস্যের মর্যাদা রক্ষার জন্য কাজ করছি। বীমা ব্যবস্থা চালু রাখতে বার্ষিক কিস্তি পরিশোধ, ঈদ উপহার বিতরণ, স্বল্প খরচে চিকিৎসার জন্য হাসপাতালের সঙ্গে চুক্তি, পিকনিক, সদস্যদের সন্তানদের জন্য প্রতিযোগিতার আয়োজন, কেরাত ও ক্রীড়া প্রতিযোগিতার মতো অনুষ্ঠানগুলো সফলভাবে সম্পন্ন করা হয়। কল্যাণ ফান্ড মজবুতের জন্য কাজ চলছে। সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগে আমি ওয়াদা করেছিলাম, স্বচ্ছ ও সচ্ছল ক্র্যাব গঠনে কাজ করে যাব। তিনি বলেন, আমার কাছে নেতৃত্ব মানে অন্যদের জীবনকে সুন্দর করার সুবর্ণ সুযোগ। এটা নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার সুযোগ নয়। সাফল্য ও চার দশকে ক্র্যাবের পথচলা হোক সুগম ও সুন্দর। এ সময় ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খানসহ অনেকে।