অন্যের মুখে হাসি ফোটানো অন্যরকম আনন্দ

প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আল-আমিন সুমন

শুধুমাত্র নিজের আনন্দে আনন্দিত হলেই নিজেকে মানুষ হিসেবে গণ্য করা যায় না, অন্যের মুখে হাসি ফোটানো অন্যরকম এক আনন্দ। সম্প্রতি পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণকালে কথাগুলো বলেন, রাজধানীর ৬৫নং ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক মো. শাহ আলম। তিনি বলেন, যে কোনো সময়ে আমরা মানুষের পাশে আছি এবং থাকব। তিনি আরো বলেন, ইসলাম পবিত্র ও শান্তির ধর্ম। ইসলাম মানুষকে সহমর্মিতা ও আলোর পথ দেখায়। আলোকিত জাতি গঠনে মানবিকতার কোনো বিকল্প নেই। শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপহার পাওয়া প্রতিটি পরিবারের মাঝে ছিল আনন্দের প্রতিচ্ছবি।