ঢাকা বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বর্ণিল আয়োজনে মাদরাসাতু জাবালে নূরের ইফতার

বর্ণিল আয়োজনে মাদরাসাতু জাবালে নূরের ইফতার

আলোকিত বন্ধু ফোরাম কদমতলী শাখা ও স্থানীয় দ্বীনি প্রতিষ্ঠান মাদরাসাতু জাবালে নূরের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসাতু জাবালে নূরের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হাজী সামসুদ্দিন মিয়া। আলোকিত বন্ধু ফোরামের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর ও মাদরাসাতু জাবালে নূরের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আশরাফ উদ্দিনের পরিচালনায় শতাধিক মানুষ ইফতারে অংশগ্রহণ করেন। হাজী সামসুদ্দিন মিয়া বলেন, আজকের শিশুদের প্রাণবন্ত উপস্থিতি আমি খুবই আনন্দিত। তারাই একদিন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, উন্নত রুচির মধ্যে দিয়ে তোমরা এগিয়ে যাবে- এটাই আমি প্রত্যাশা করি। মাদরাসার মুহতামীম মুফতী হারুনুর রশীদ (দা.বা) সঠিক নেতৃত্বে জিম্মাদার হাফেজ মাওলানা ক্বারী আমান উল্লাহ, হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. রবিউল ইসলাম, নূরানী বিভাগের শিক্ষক হাফেজ মাওলনা সাদ সাহেব, মাওলানা আবু বকর সিদ্দিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত