কদমতলীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আল-আমিন সুমন

কদমতলীতে সাংবাদিক, লেখক ও গুণিজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নিজ কার্যালয়ে রমজানের পবিত্রতা ও সৌন্দর্যের সঙ্গে মিল রেখে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আব্দুল আজিজ মাহফুজ, সমাজসেবক আলহাজ মোশারফ হোসেন ইমরান, রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী মো: নান্নু মীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের পাতার চীফ রিপোর্টার কাঞ্চন চৌধুরী সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইফতার উদযাপন কমিটির সদস্য সচিব মো. সোলাইমান। ইফতার ও দোয়া শেষে কদমতলী থানা প্রেসক্লাবের জন্য সদস্যদের গোপন ভোটের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন ভোরের পাতার প্রধান প্রতিবেদক কাঞ্চন চৌধুরী সুমন ও সদস্য সচিব হিসেবে মানবকণ্ঠের মো. সোলাইমান দায়িত্ব গ্রহণ করেন।