মাদক, সন্ত্রাস ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সব শ্রেণির মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নবারুণ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মো. হোসেন আলী। তিনি বলেন- দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র হচ্ছে তারুণ্য। নতুন প্রজন্মই আগামী দিনের কর্ণধার। তিনি নিরক্ষরমুক্ত সুন্দর দেশ গড়তে মাদকের ভয়াবহ ছোবল থেকে সবাইকে মুক্ত ও সচেতন থাকার আহ্বান জানান। সম্প্রতি ইফতার মাহফিলে দেশ ও মানুষের কল্যাণে সত্যের পথে নতুনদের সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সব ভালো কাজে নিবেদিত করতে থাকার আহ্বান জানানো হয়। সৃষ্টির উৎকর্ষে নতুন মাত্রা যোগ দিতে, ‘বন্ধুত্বের আহ্বানে আলোকিত মানুষের বন্ধন’- এ স্লোগান নিয়ে এগিয়ে চলা আলোকিত বন্ধু ফোরামের বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটর মুহাম্মদ আশরাফ উদ্দিন দেশের বিভিন্ন জেলায় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ ২০ হাজার মানুষের মধ্যে মাদক, যৌন হয়রানি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনমূলক সভার কথা তুলে ধরেন। এ সময় শেখ মো. হোসেন আলী বন্ধু ফোরামের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।