ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়

মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়

মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নতুনদের বন্ধন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী থানা নিয়ে গঠিত ৬৫নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. শাহ আলমের অনুপ্রেরণায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে ঈদ শুভেচ্ছো বিনিময় করা হয়।

ঈদকে সামনে রেখে তিন শতাধিক পরিবারের মাঝে খাবার সামগ্রী তুলে দেন যুবদলের সংগ্রামী আহ্বায়ক মো. শাহ আলম। তিনি বলেন, সৃষ্টির সেবা সেই করতে পারে মহান আল্লাহ সৃষ্টিকর্তা যাকে তাওফিক দান করেন। আমি চেষ্টা করছি একঝাঁক তরুণদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা-৫ আসনের সাবেক এমপি আলহাজ সালাহ উদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সজিব তানভীর আহমেদ রবীনের নেতৃত্বে সমাজ ও মানুষের জন্য উন্নয়নমূলক কিছু করার। এরই ধারাবাহিকতায় বর্ণিল আয়োজনে নতুনদের আলোর পথে নিয়ে এগিয়ে যেতে চাই।

মো. শাহ আলম রাজনীতির পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছে। মসজিদ, মাদরাসা, রাস্তাঘাট ও পরিবেশ উন্নয়নে স্থানীয়ভাবে অগ্রণী ভূমিকা পালন করে চলছে।

সৃজনশীল আয়োজনে সহযোগিতা করেন যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাদরুল আলম শেখর, ভাই, ৬৫নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাদ্দাম হোসেন, নয়ন মিয়া, মো. হাসান সরকার, শুভ আলম, সালমান দেওয়ান, রাজিব হোসেন, মামুন মিয়া, মো. সাব্বির হোসেন, শাহিন ও মিনহাজসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত