ঢাকা রোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈদ আনন্দ

হাফসা মনি
ঈদ আনন্দ

পবিত্র রমজান শেষে

চিত্তের আত্মশুদ্ধি হয়েছে,

বীরের বেশে।

বিজয়ের আনন্দ, ঈদ।

উল্লাসে মেতে

উঠছিল, সবাই।

সেমাই, ফিরনি, বরফি,

আয়োজনে নানা খাবার।

কোলাকুলি আর সালামিতে

বাড়ল হৃদয়ের টান

বহুগুণে বহুবার।

চেনা জায়গা, চেনা সুর,

চেনা সবাই, তবুও যেনও

সব কিছুই লাগে সুমধুর।

চোখের পলকে, আনন্দের ঝলকে,

কেটে গেলো সময়

বাজলো ছুটির ঘণ্টা।

নির্মল আনন্দ শেষে

পুরোনো ব্যস্ততার রেশে।

ছুটলো সবে গন্তব্যে অবশেষে।

তবুও ঈদ আনন্দ, সুখকর,

স্মৃতির বেশে

রইলো স্মৃতির পৃষ্ঠে

ইদ আনন্দ নামে।

আবার আসুক ঈদ

ঈদ আনন্দ নামে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত