ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিআইডিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী

সিআইডিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী

পবিত্র ঈদ উল ফিতর ২০২৫ উপলক্ষে সিআইডি সদর দপ্তর, মালিবাগ, ঢাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বর্ণিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) গাজী জসীম উদ্দিন। আনন্দ আয়োজনে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রিত হন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পেশাগত বিষয় নিয়েও মতবিনিময় হয়। সিআইডি প্রধান (ভারপ্রাপ্ত) গাজী জসিম উদ্দিন পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি দেশ ও জনগণের কল্যাণে আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত