ঢাকা ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ধানিচক মসজিদ (পনেরো শতকের শেষার্ধ)

ড. খোন্দকার আলমগীর
ধানিচক মসজিদ (পনেরো শতকের শেষার্ধ)

এই মসজিদটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত কাঞ্চনপুর মৌজায় অবস্থিত। এটি ছোট সোনামসজিদের উত্তর-পূর্ব দিকে ও দারাসবাড়ি মসজিদের পূর্ব দিকে অবস্থিত। খানিয়া দিঘি মসজিদ এ মসজিদের উত্তরে অবস্থিত। এ মসজিদের নির্মাণ সম্বন্ধে কিছুই জানা যায় না। মসজিদের অভ্যন্তরে প্রধান মিহরাবের ওপর সম্ভবত একটি শিলালিপি ছিল। কোনার অষ্টভুজাকৃতির বুরুজগুলো ব্যতিরেকে এটির বহির্ভাগের পরিমাপ ৫১ ফুট-৪ ইঞ্চি x ৩৬ ফুট-৪ ইঞ্চি এবং অভ্যন্তরভাগের পরিমাপ ৪৪ ফুট-৮ ইঞ্চি x ২৯ ফুট-০ ইঞ্চি। মসজিটির পূর্ব দিকে উত্তর-দক্ষিণে লম্বা একটি দিঘি আছে। মসজিদটির কিছু অংশ আদি অবস্থায় বিদ্যমান ছিল। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটির সংস্কার কাজ করেছে। কিবলা দেওয়ালটি প্রধান মিহরাব বরাবর বাইরের দিকে উদ্গত। মসজিদের অভ্যন্তরে দুটি স্তম্ভের ওপর ছয়টি গুম্বুজ স্থাপিত ছিল। কিবলা দেওয়ালে বহুখাঁজবিশিষ্ট অর্ধবৃত্তাকার তিনটি মিহরাব আছে। মসজিদটিতে পোড়ামাটির অলঙ্করণ ব্যবহৃত হয়েছিল।

লেখক : প্রত্নতত্ত্ববিদ, আর্ট হিস্টোরিয়ান ও গবেষক

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত