অবৈধ জীবিকা দ্বারা যেমন ইবাদাত কবুল হবে না, তেমনি অবৈধ সম্পদ তথা সুদ, ঘুষ, চুরি, হারাম ব্যবসা-বাণিজ্যসহ যাবতীয় অন্যায় পথে উপার্জিত সম্পদের দান-অনুদানও আল্লাহর দরবারে কবুল হবে না। রাসুল (সা.) বলেছেন, ‘পবিত্রতা ছাড়া নামাজ আর চুরি ও আত্মসাতের সম্পদের সদকা কবুল হয় না।’ (মুসলিম)।প্রবেশ করবে না।’ (বায়হাকি শু’আবুল ঈমান, মিশকাত : ২৭৮৭;
ছহীহাহ : ২৬০৯)।